ইউনিয়নের বর্ণনা
চিতড্ডা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন। চিতড্ডা ইউনিয়ন পূর্বে ঝলম উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।বরুড়া উপজেলার উত্তর-পশ্চিমাংশে চিতড্ডা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে খোশবাস দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে ঝলম ইউনিয়ন, পশ্চিমে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন ও বরকরই ইউনিয়ন এবং উত্তরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন অবস্থিত।চিতড্ডা ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।